জিঙ্কের অভাবে কোন রোগ হয় ?

শরীরে জিঙ্কের অভাবে নানা রকমের রোগ হয়

জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে

যার জেরে ঘন ঘন রোগে পড়তে হতে পারে

এর পাশাপাশি ঘা এবং ছোটখাট চোট সারতে দেরি হয়

Published by: ABP Ananda

জিঙ্কের অভাবে বাচ্চার বৃদ্ধি থমকে যেতে পারে

জিঙ্কের অভাবে হাইপোগোনাডিজম হতে পারে

জিঙ্কের অভাবে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে

অনেকে ডিপ্রেশনে বা চিন্তায় চলে যেতে পারেন

জিঙ্কের অভাবে স্বাদ ও গন্ধ বোঝার ক্ষমতাও কমে যেতে পারে