অঝোরে বৃষ্টি। আবার হঠাৎ করে কখনও কখনও রোদ। আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রভাবিত হন?

Published by: ABP Ananda

বর্ষাকালে শুকনো কাশির সমস্যায় ভুগলে তা সারানোর উপায় আছে। বাড়িতেই মানতে পারেন এই সমস্ত টোটকা।

Published by: ABP Ananda

এক গ্লাস গরম জলে অল্প নুন দিয়ে ৩০ সেকেন্ড করে গলায় ঢেলে গার্গল করুন। দেখবেন অস্বস্তি কমবে, আরাম পাবেন।

Published by: ABP Ananda

এক গ্লাস দুধে এক চামচ হলুদ গুড়ো মিশিয়ে খেয়ে নিন। প্রদাহ কমাবে, ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা পাবেন।

Published by: ABP Ananda

এক গ্লাস উষ্ণ জলে অর্ধেক পাতি লেবুর রস ও এক-দুই চামচ মধু দিয়ে খান। কাশি কমাতে সাহায্য করবে।

Published by: ABP Ananda

প্রচুর পরিমাণে উষ্ণ তরল খান। হার্বাল টি, গরম স্যুপ, জল খেলে গলা ভিজবে, শুকনো কাশি কমবে।

Published by: ABP Ananda

পেঁয়াজ কুচি করে একটি পাত্রে মধুতে ভিজিয়ে রেখে দিন সারা রাত। সারাদিন চামচে করে খান। আরাম পাবেন।

Published by: ABP Ananda

গরম গরম ভেষজ চা খেতে পারেন, যেমন ক্যামোমিল, পেপারমিন্ট চা। তাতে গলায় আরাম দেওয়ার উপাদান থাকে।

Published by: ABP Ananda

যে কোনও কাশি সারানোর পুরনো টোটকা মধু। এতে কাশির সময় গলার কষ্ট নিরাময় হয়।

Published by: ABP Ananda

আদা রাখুন সঙ্গে। চায়ে ফুটিয়ে বা জলে কুচি আদা দিয়ে ফুটিয়ে খান। কাশি বাড়তে দেয় না।

Published by: ABP Ananda