ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে। ইন্টার মায়ামিতে খেলবেন মেসি।

মেসির মাথায় কি ফুটবল ছাড়ার পরের জীবনের ছক ?

চুক্তিতে ইন্টার মায়ামি ক্লাবের স্বত্ত্বও দেওয়া হয়েছে।

বেতন ছাড়া সাতবারের বিশ্বসেরা ফুটবলার পাবেন আর কী কী ?

মেজর সকার লিগে মেসি খেলতে নামতে রাজি হওয়ার আরও এক কারণ দুই স্পনসরের থেকে লভ্যাংশ প্রাপ্তি।

এমএলএসে-র প্রচার ও প্রসারের পর যে অর্থ অ্যাপল ও অ্যাডিডাস পাবে, তার একটি অংশও এবার থেকে যাবে মেসির কাছে।

মেসি বার্ষিক ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন ইন্টার মায়ামিতে।

ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। যা শুধুই মেসির বার্ষিক বেতন।

ক্লাবের ও এমএলএসের লভ্যাংশ রয়েছে তার ওপর। বেতনের সঙ্গে তাও পাবেন মেসি।

মোট আয়ের একটা বড় অংশ অবশ্য কর হিসেবে দিতে হবে আমেরিকা সরকারকে।