নিজের রেকর্ড নিজেই টপকে অষ্টমবার ব্যালন ডি'ওর জিতলেন লিওনেল মেসি।

বিশ্বসেরা ফুটবলারের খেতাব পাওয়ার তালিকায় আরও খানিকটা এগিয়ে গেলেন এলএমটেন।

আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর কারিগর প্রথমবার ২০০৯ সালে ব্যালন ডি'ওর জিতেছিলেন।

তারপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালেও বিশ্বসেরা ফুটবলারের তকমা উঠেছিল লিও-র মাথায়।

৮ নম্বর বার ব্যালন ডি'ওর জিতে বিশ্বসেরার দৌড়ে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে গেলেন মেসি।

৫ বার বিশ্বসেরা ফুটবলারের তকমা জিতে যে তালিকায় দুই নম্বরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

তারপর রয়েছেন মিশেল প্লাতিনি। ফ্রান্সের ফুটবল কিংবদন্তি ৩ বার ব্যালন ডি'ওর জিতেছেন।

ডাচ কিংবদন্তি জোহান ক্রুয়েফের ঝুলিতেও রয়েছে ৩ টি ব্যালন ডি'ওর।

৩ টি ব্যালন ডি'ওর অপর এক ডাচ কিংবদন্তিরও। মার্কো ফন বাস্তেন।

অবশ্য ৮ নম্বর বিশ্বসেরা ফুটবলার হয়ে ব্যালন ডি'ওর জিতে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে গেলেন মেসি।