ইনদওরে চলতি বছরে নিজের পঞ্চম ওয়ান ডে শতরানটি হাঁকিয়ে ফেলেছেন গিল



বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও ১৯৯৯ সালে ছয়টি শতরান করেন



তাঁর প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দখলেও রয়েছে এই কৃতিত্ব রয়েছে



সৌরভ ২০০০ সালে ওয়ান ডেতে সাতটি শতরান ও ছয়টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন



সচিন আবার দুই বছর পাঁচের অধিক শতরান হাঁকিয়েছেন



১৯৯৬ সালে ৫০ ওভারের ফর্ম্যাটে ছয় ও ১৯৯৮ সালে নয়টি শতরান আসে সচিনের ব্যাট থেকে



বর্তমান ভারতীয় অধিনায়ক তথা গিলের ওপেনিং জুড়িদার রোহিতও রয়েছেন তালিকায়



২০১৭ সালে ছ'টি, ২০১৮ সালে পাঁচটি ও ২০১৯ সালে সাতটি শতরান করেন তিনি



ভারতীয় হিসাবে সবচেয়ে বেশিবার এক বছরে পাঁচের অধিক শতরান করেছেন কোহলি



তিনি ২০১২ সালে পাঁচটি, ২০১৭ সালে ছয়টি, ২০১৮ সালে পাঁচটি এবং ২০১৯ সালে পাঁচটি শতরান করেন