সচিন-অঞ্জলি, বিরাট-অনুষ্কা, রোহিত-রীতিকা, ভারতীয় ক্রিকেটারদের প্রেমকাহিনি যেন সিনেমার মতো



তবে সৌরভ-ডোনার প্রেম আর বিয়ে যেন সবচেয়ে রোমাঞ্চকর



বেহালার বীরেন রায় রোডে পাশাপাশি বাড়ি সৌরভ ও ডোনার



১৯৯৬ সালের ১২ অগাস্ট, গোপনে আইনি বিয়ে সারেন সৌরভ ও ডোনা



রেজিস্ট্রির পরই শ্রীলঙ্কায় সিরিজ খেলতে চলে যান সৌরভ



কিন্তু সংবাদমাধ্যমে সৌরভ-ডোনার বিয়ের খবর প্রকাশ হয়ে যায়



সৌরভের বাবা ফোন করে খবরের সত্যতা জানতে চান ছেলের কাছেই



পরে জানা যায়, ম্যারেজ রেজিস্ট্রারই ফাঁস করেছেন বিয়ের খবর



অবশ্য মধুরেণ সমাপয়েৎ হয় গোটা ঘটনার



২১ ফেব্রুয়ারি, ১৯৯৭, রেজিস্ট্রি ম্যারেজের ৬ মাস পর সাত পাকে বাঁধা পড়েন সৌরভ-ডোনা