চলছে প্রেমের সপ্তাহ, আর সেই ফাঁকে দেখে নেওয়া যাক রোহিত শর্মা-রীতিকা সাজদের প্রেমকাহিনি একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে রোহিতের সঙ্গে আলাপ হয় রীতিকার রীতিকা সেই সময় একটি স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন রীতিকা যুবরাজ সিংহের পাতানো বোন, যুবিকে রাখি পরান পরে রোহিতের ম্যানেজার হিসাবে কাজ শুরু করেন রীতিকা দুজনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়, প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৬ বছর প্রেম করার পর রীতিকাকে বিয়ের প্রস্তাব দেন রোহিত ২০১৫ সালের ৩ জুন দুজনের বাগদান হয় সে বছরই ১৩ ডিসেম্বর মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোহিত-রীতিকা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কন্যাসন্তান হয় রোহিত-রীতিকার (ছবি - রোহিত শর্মার ফেসবুক)