আজ জন্মদিন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের, অসাধারণ অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করে রেখেছেন বলিউড কেরিয়ারে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন মাধুরী দীক্ষিত 'অবোধ' ছবি দিয়ে বলিউড পা রাখেন, বহু ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছেন 'তেজাব', 'দিল', 'বেটা', 'হম আপকে হ্যায় কৌন', 'দিল তো পাগল হ্যায়' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন 'রাম লক্ষণ', 'ত্রিদেব', 'খলনায়ক', 'রাজা' থেকে 'সাজন', তালিকায় রয়েছে নানা ধরনের ছবি তাঁর নাচ দর্শকমহলে চর্চিত এবং প্রশংসিত, অভিনয় করেছেন 'পুকার', 'দেবদাস', 'লজ্জা'র মতো ছবিতে সমস্ত ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করতে পারেন, অভিব্যক্তি, চরিত্রকে মুখে ফুটিয়ে তোলার দক্ষতা নজর কাড়ে অভিনয় করেছেন কমেডি ছবিতেও, 'টোটাল ধামাল' ছবিতে মাধুরী দীক্ষিতের অভিনয় প্রশংসিত হয় ছোট পর্দাতেও নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে, একাধিক শো-এর বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে সদ্য কয়েকদিন আগেই মুক্তি পায় 'দ্য ফেম গেম', মাধুরী দীক্ষিতকে জন্মদিনের শুভেচ্ছা