জীবনের প্রথম বড় পরীক্ষা। দীর্ঘদিন অনলাইনে পড়াশোনার পরেও অফলাইনে পরীক্ষা নিয়ে চিন্তার প্রয়োজন নেই।

বেশকিছু দিকে নজর দিতে হবে। নিয়ম মেনে চলে কয়েকটা দিকে সতর্ক নজর রাখলেই ভালভাবেই হতে পারে পরীক্ষা।

হলে বসে পরীক্ষা না দেওয়ার অভ্যাস না থাকলেও সমস্যা নেই। এতদিন যা পড়াশোনা হয়েছে, তার উপরেই ভাল পরীক্ষা হবে।

বাছাই করা নোটে চোখ বুলোলেই হবে না কোনও সমস্যা। সব বই নিয়ে বসার প্রয়োজন নেই।

নিজের প্রস্তুতির দিকেই নজর থাকুক। প্রতিযোগিতার চিন্তা মাথা থেকে বের করে দেওয়া উচিত পরীক্ষার্থীদের।

পরীক্ষার অ্যাডমিট কার্ড জেরক্স করে রাখলে ভাল। আগের দিনই ব্যাগে পরীক্ষার সামগ্রী ও অ্যাডমিট কার্ড ঢুকিয়ে নেওয়া উচিত।

অভিভাবকরা আগে থেকেই চিনে রাখুন পরীক্ষাকেন্দ্র। প্রয়োজনে অন্তত প্রথমদিন সঙ্গে যান। হাতে সময় নিয়ে পৌঁছে যাওয়া প্রয়োজন।

শরীর ভাল না রাখলে ভাল পরীক্ষা হবে না। খাওয়া দাওয়ায় মনোযোগ দিতেই হবে। প্রোটিন-ভিটামিন জাতীয় খাবার রাখতেই হবে পাতে।

ঘুমও খুব জরুরি। রাত জেগে পড়াশোনা করা উচিত নয়। তাতে শরীর খারাপ হতে পারে। প্রয়োজনে একটু বেশি ঘুমোলেও কোনও ক্ষতি নেই।

সব দিকে নজর রেখে, মন শান্ত করে পরীক্ষা দিলে পরীক্ষা ভাল হবেই। মিলবে সাফল্যও।