শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর ওম সাহানির নতুন জুটির ডেস্টিনেশন আপাতত সোজা কাশ্মীর। আগেই সোশ্যাল মিডিয়ায় কাশ্মীর থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রাবন্তী শ্রাবন্তী ওমের সফরে সঙ্গী হয়েছেন ওমের ঘরণী মিমি দত্তও। নতুন ছবি 'ভয় পেও না' -র সৌজন্যে জুটি বেঁধেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর ওম সাহানি। অয়ন দে পরিচালিত এই ছবিতে তাঁদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। হরর-থ্রিলার এই ছবিতে কেবল শ্রাবন্তী ও ওম নয়, দেখা মিলবে দর্শনা বণিকেরও। একটি আইটেম গানে দেখা যাবে অভিনেত্রীকে। গোলাপি শাড়িতে কাশ্মীরের বরফে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী, আর সাদা শার্টে সপ্রতিভ ওম। নতুন এই ছবিতে রয়েছে ভূতুড়ে আমেজ। ছবির পোস্টারেই তা স্পষ্ট। ছবির নাম অবশ্য বলছে 'ভয় পেও না'। সোশ্য়াল মিডিয়ায় শ্যুটিংয়ের ছবি শেয়ার করে ওম লিখেছেন, 'এই অভিজ্ঞতার কথা তিনি ভুলবেন না কখনও।