মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন অনেকে। কিন্তু সব মন্ত্র জপেই আছে নিয়ম ।



ॐ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ



এই হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শিবের উপাসনা করা হয় এই মন্ত্রে।



কী এই মন্ত্রের অর্থ? পাঠের নিয়মই বা কী ?



' হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো।'



'সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু থেকে অমৃততে নিয়ে যাও।'



বিশ্বাস ,এই মন্ত্র জপ করলে কর্মফলপ্রাপ্তি হয় এবং অমরত্ব লাভ হয়।



সঙ্কট, বিপর্যয়, নেতিবাচক শক্তির কালো ছায়া থেকে মুক্তি পেতে উচ্চারণ করতে হয় এই মন্ত্র।



মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র বলে মনে করা হয়।



দুঃস্বপ্ন আতঙ্ক ? দূর করুন এই মন্ত্র পাঠে।



যারা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন তাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত।



মন্ত্রের ইতিবাচক প্রভাব পেতে মন্ত্র পাঠ করার সময় আপনার সামনে শিবের একটি মূর্তি বা ছবি রাখুন ।