আজ ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। উদযাপিত হচ্ছে স্বামীজির ১৬১ তম জন্মবার্ষিকী



স্বামীজির আদর্শ ও বাণী শিশু থেকে বৃদ্ধ সবার জীবনের পাথেয়।



রবীন্দ্রনাথ ওকাকুরাকে বলেছিলেন, 'ভারতকে যদি জানতে চান, বিবেকানন্দকে জানুন'



নেতাজী সুভাষ চন্দ্র বসুও জীবনের আগাগোড়া প্রভাবিত ছিলেন স্বামীজীর দ্বারা



যুবক অবস্থায় স্বামী বিবেকানন্দ সম্পর্কিত বই পড়ে সুভাষচন্দ্র ভেবেছিলেন..



.'পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগল'



নেতাজী নিজেই বলেছিলেন, বিবেকানন্দের আদর্শকে যে-সময়ে তিনি জীবনে গ্রহণ করেছিলেন তখনও বয়স পনের হয়নি।



স্বামীজি বলেছিলেন, 'মুর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই।'



স্বামীজির বলেছিলেন, 'জীবনের প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে, হৃদয়বান্ মানুষই জয়লাভ করে এবং ব্যক্তিত্বই সকল সাফল্যের গোপন রহস্য।'



তিনি বলেছিলেন “Education is the manifestation of perfection already in man”