সোশাল মিডিয়ায় ফের নজর কাড়লেন মালাইকা অরোরা
কিছুদিন আগেই অনিল কপূরের দীপাবলির পার্টিতে নজর কেড়েছিল তাঁর লুক
দীপাবলির পার্টিতে বয়ফ্রেন্ড অর্জুন কপূরকে নিয়ে পৌঁছেছিলেন মালাইকা
পার্টিতে মালাইকার লুক খুবই সাধারণ অথচ আকর্ষণীয় ছিল
দীপাবলির পার্টিতে মালাইকাকে গোলাপি রঙের সিল্ক শাড়ি ও ইয়োলো নিওন কালারের ব্লাউজে দেখা গিয়েছিল
খোঁপা বেঁধে লুক কমপ্লিট করেছিলেন মালাইকা
এবার তাঁর ফটোশ্যুটের জমকালো ছবি সামনে এল
ক্যামেরার সামনে ‘ছাইয়া ছাঁইয়া গার্লে’র আত্মবিশ্বাস ঝরে পড়েছে
মালাইকা তাঁর ফটোশ্যুটের একাধিক ছবি শেয়ার করেছেন নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে
শুধু অনুরাগীরাই নন, মাহিপ কপূর, সিকান্দার খেরও তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন