আটচল্লিশ বছর বয়সেও তাঁর ফিটনেস গোটা বলিউডের কাছেই ঈর্ষণীয়। তিনি মালাইকা অরোরা। নতুন প্রজন্মের নায়িকাদের সঙ্গে অনায়াসে ফিটনেস আর নাচে পাল্লা দিতে পারেন মালাইকা। আজ বান্দ্রার জিমের সামনে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন মালাইকা। জিমে যাওয়ার সময় হলুদ শর্টস ও হলুদ স্পোর্টস টপ পরেছিলেন মালাইকা, তার মাথায় ছিল টুপি। মালাইকার হাতে দেখা গেল জলের বোতল, ছিল মোবাইল ফোনও। ক্যাজুয়াল লুক রাখার জন্য পায়ে স্লিপার্স পরেছিলেন মালাইকা। এখন অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা ছোটপর্দায় একাধিক রিয়্যালিটি শো-তে বিচারকের দায়িত্ব পালন করছেন মালাইকা। মালাইকার ছেলে আরহান আপাতত সিনেমা নিয়েই পড়াশোনা করছে। কেবল ফিটনেস নয়, মালাইকার স্টাইল স্টেটমেন্টও ঈর্ষণীয়