তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, এজেন্সি নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে

সোমবার একদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সপুত্র অমিত শাহকে চড়া সুরে নিশানা করেছেন, তখন একই মঞ্চ থেকে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার TMCP’র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, তা নিয়েও পাল্টা সরব হয়েছেন তৃণমূলনেত্রী।

নাম না করে বিরোধী দলনেতাকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, পয়সা নিয়েছো আর চাকরি দিয়েছো। ওই গদ্দার অধিকারীরাই আমাকে রোজ বলত।

এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ববিও চোর-অভিষেকও চোর-মমতাও চোর আমরা তোমরা সাধু, এমনটা চলবে না।

সোমবার TMCP’র কর্মসূচিতে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক ভাল বক্তৃতা দিয়েছে। এরপর হয়তো ওকে নোটিস পাঠাবে।

নিয়োগ-দুর্নীতির অভিযোগ নিয়ে, বিরোধীরা যখন তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সরব, তখন সোমবার এনিয়ে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার TMCP’র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, দলের হেভিওয়েট নেতাদের নাম করে, বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলনেত্রী।