আজ টালা ব্রিজের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালের ৩১ জানুয়ারি বন্ধ হয়েছিল, আজ থেকে ফের পথ চলা শুরু হল শুক্রবার সকাল থেকে যান চলাচল শুরু হয়ে যাবে নতুন ব্রিজে, আপাতত চলবে না ভারী গাড়ি ২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাটে ব্রিজ-বিপর্যয়ের পর কলকাতার সবকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয় ২০২০ সালের ৩১ জানুয়ারি বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজ নতুন নামে পথ চলা শুরু টালার, নামকরণ হল হেমন্ত সেতু নতুন টালা ব্রিজ লম্বায় ৭৫০ মিটার দীর্ঘ, তৈরি করতে খরচ হয়েছে ৫০৪ কোটি টাকা পুজোয় বাড়তি আয়ের জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন হকাররা নতুন টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা টালা ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানেও, মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতির কথা