ইন্দোনেশিয়ার বাজারে সম্প্রতি দেখা গিয়েছে মারুতির বহু প্রতীক্ষিত মডেল জিমনি (Maruti Suzuki Jimny)।
অটো ব্লগারদের ধারণা,শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই মডেল। তবে দেশের বাজারে ৫ দরজার জিমনি আসবে বলে খবর।
এতে '2WD-High', '4WD-High' এবং '4WD-Low'মোড রয়েছে। ব্রেকওভার অ্যাঙ্গেল-সহ ২১০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে।
যা আসলে ব্যয়বহুল অফ-রোডারের চেয়ে ভাল অপশন দেয়। ছোট আকার হওয়া সত্ত্বেও দুর্দান্ত অফরোডার হিসাবে এর পরিচিতি রয়েছে বাজারে।
ভারতের মারুতির কারখানা থেকেই বিদেশের মাটিতে রফতানি করা হয় জিমনি। যদিও ভারতের বরাতে জোটে না এই অফরোডার।
তবে বিদেশের মাটিতে জিমনির তিন দরজার গাড়ি দেখতে পারবেন আপনি। পুরোনো ৪-স্পিড অটোমেটিক অথবা ৫-স্পিড ম্যানুয়ালে বিক্রি হয় গাড়ি।
সামনের ও পিছনের দরজাগুলির জন্য একটি আলাদা ডিজাইন দেবে কোম্পানি। বাইরের মার্কেটের থেকে অনেক বেশি চওড়া হবে এই গাড়ি।