পায়ে ক্র্য়াম্প নিয়ে ১২৮ বলে অপরাজিত ২০১ করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সেরা ইনিংস বলা হচ্ছে ম্যাক্সির ইনিংসটিকে

২১টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকান ম্যাক্সওয়েল

এক পায়ে দাঁড়িয়ে কোনও ফুটওয়ার্ক ছাড়াও বল গ্যালারিতে ফেলছিলেন ম্যাক্সওয়েল

লং অফ, লং অনের ওপর দিয়ে স্পিনারদের আক্রমণ করেছিলেন

পেসের বিরুদ্ধে কভার ও এক্সট্রা কভারের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়েছেন

ওয়াইড লেংথের বলেও মিড অফ দিয়ে বাউন্ডারি বের করেছেন

নিজের ওয়ান ডে কেরিয়ারের প্রথম দ্বিশতরান এটি ম্য়াক্সওয়েলের

চলতি বিশ্বকাপেই ৪০ বলে শতরান হাঁকিয়েছিলেন ডাচদের বিরুদ্ধে

রিভার্স স্যুইপ করে সুইচ শটে বের করেছেন পেসারের বলে ছক্কা