দুরন্ত ছন্দে অধিনায়ক রোহিত শর্মা। ৮ ইনিংসে ভারতীয় অধিনায়কের ঝুলিতে ৪৪২ রান। গড় ৫৫.২৫। দক্ষিণ আফ্রিকা ম্যাচ পর্যন্ত ৬ ইনিংসে ২১৯ রান শুভমান গিলের। ৮ ইনিংসে ৫৪৩ রান বিরাট কোহলি। ১০০-র ওপরে গড়ে বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে দুই নম্বরে। ক্রমশ ফর্মে ফিরে ৮ ইনিংসের শেষে ২৯৩ রান শ্রেয়স আইয়ারের। ৭ ইনিংসে ২৪৫ রান কেএল রাহুলের। উইকেটের পিছনেও দুরন্ত ভূমিকা পালন। এখনও পর্যন্ত সুযোগ পাওয়া ৪ ইনিংসে ৮৫ রান। সঙ্গে দুরন্ত ফিল্ডিং। প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে মোট ১৪ উইকেট রবীন্দ্র জাদেজার। ৪ ম্যাচে ১৬ উইকেট। বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় ৪ নম্বরে। আগুনে ছন্দে মহম্মদ শামি। বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় ছয়ে জসপ্রীত বুমরাহ। এখনও ৮ ম্যাচে ১৫ উইকেট। ভারতের পেস ত্রয়ীর অপর অস্ত্র মহম্মদ সিরাজের ঝুলিতে এখনও পর্যন্ত ১০ উইকেট। ভারতীয় বোলিং বিভাগের একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন কুলদীপ যাদব। ঝুলিতে এখনও পর্যন্ত ১২ উইকেট।