কলেজে পড়তে গিয়ে আলাপ, আমৃত্য়ু স্ত্রী রাইসার প্রতিই নিবেদিত চলে গেলেন সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচভ বয়স হয়েছিল ৯১ বছর, বেঁচে ছিলেন আদর্শ নিয়েই সাত বছরের কম সময় ছিল তাঁর রাজত্বকাল ককমিউনিস্ট দলের সদস্য হলেও, এগিয়ে রাখেন মানবতাকে বিনা রক্তপাকে আমেরিকার সঙ্গে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটান তিনি না থাকলে আর একটি বিশ্বযুদ্ধ হয়ত আটকানো যেত না কিন্তু সোভিয়েত ইউনিয়ন খানখান হওয়ার জন্য আজও দায়ী করা হয় নিজের দেশেই জুটেছিল 'বিশ্বাসঘাতক' তকমা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, কিন্তু ব্রাত্য হন নিজের দেশে