Image Source: Pexels, Pixabay

দুধ গরম করার সময় দুধ ফোটানোর চল রয়েছে।

Image Source: Pexels, Pixabay

অনেকেই সকালে বেশি আঁচে দুধের পাত্র বসিয়ে দিই, যাতে দ্রুত ফুটে যায় দুধ।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা বলে থাকেন, তাড়াহুড়ো করে দুধ ফোটানো উচিত নয়।

Image Source: Pexels, Pixabay

সেক্ষেত্রে দুধের পুষ্টিগুণ কমে যায়। খুব তাড়াতাড়ি দুধ ফোটালে দুধের শর্করা পুড়ে যায়।

Image Source: Pexels, Pixabay

কোনও ভাবে দুধ পুড়ে গেলে দুর্গন্ধ তৈরি হয়। দুধের মানও নষ্ট হয়ে যায়।

Image Source: Pexels, Pixabay

যতক্ষণ দুধ গরম করা চলবে, ততক্ষণ একটি হাতা (কাঠের হাতা হলে ভাল) দিয়ে দুধ মাঝেমধ্যে মাড়িয়ে যেতে হবে।

Image Source: Pexels, Pixabay

বেশি আঁচে বা উচ্চ তাপে যে কোনও খাবার রান্না করলেই সেটি পুষ্টি হারায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Image Source: Pexels, Pixabay

দুধ ফোটালে কী হয়? দুধের প্রোটিনের পরিবর্তন হয়, শর্করার পরিবর্তন হয়: দুধের চিনি বা ল্যাকটোজও অত্যন্ত তাপ সংবেদনশীল

Image Source: Pexels, Pixabay

ফ্যাটের পরিবর্তন হয়, লং চেইন ফ্যাটি অ্যাসিড মাঝারি এবং ছোট চেইন ফ্যাটে রূপান্তরিত হয়।

Image Source: Pexels, Pixabay

দুধের পাত্রের প্রান্তের চারপাশে বাতাসের বুদবুদ তৈরি হতে থাকবে। তখনই আঁচ বন্ধ করে দিন।