ছুটি কাটাতে পাহাড়ে পাড়ি দিয়েছেন মিমি চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় পাহাড়ের কোলে রোদ পোহানের ছবি শেয়ার করেছেন মিমি

ছুটি কাটাতে মিমির পছন্দের জায়গা মানালি ও তার আসেপাশের জায়গায় পাড়ি দিয়েছেন তিনি।

বরফে ঢাকা পাহাড়ে মিমির ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

মিমি ভ্রমণপ্রিয় একথা কারও অজানা নয়। ছুটি পেলেই এই তারকা সাংসদ বেরিয়ে পড়েন দূরে কথাও

করোনা পরিস্থিতিতে ঘুরতে না পারায় সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল ছুটিযাপনে মেতেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মিমি লিখেছেন, 'স্মৃতি নিয়ে যাও আর পায়ের ছাপ রেখে যাও।'

সদ্য শেয়ার করে নেওয়া একগুচ্ছ ছবিতে দেখা যাচ্ছে বরফে মজে মিমি।

রাজনীতি আর অভিনয় থেকে একটু ছুটি নিয়ে আপাতত পাহাড়ে ছুটি কাটাচ্ছেন মিমি। 

নায়িকার বেশিরভাগ ছবিই সেলফি, তাই নায়িকার সঙ্গীর হদিশ মেলেনি