সোশ্যাল মিডিয়ায় যেমন নিজের তরতাজা ছবি দিয়ে মন জয় করেন তিনি, তেমনই পালন করেন সাংসদের কর্তব্যও।
বৃষ্টির দিনে সকাল সকাল ছোটবেলার মত টায়ারে দোলনা বেঁধে খেলার ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু বেলা গড়াতেই অন্য ভূমিকায় নায়িকা।
আজ বিকেলে বৃষ্টি কিছুটা কমতেই ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকায় পৌঁছে গেলেন মিমি। বৃষ্টির জল জমে জেরবার সেখানকার মানুষ।
বৃষ্টি থেকে বাঁচতে এদিন ৬০০ পরিবারের হাতে ত্রিপল তুলে দেন মিমি। সেইসঙ্গে দেন নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য সামগ্রীও।
এলাকাবাসীর সঙ্গে কথা বলেন মিমি। তাঁদের সমস্যার কথা শুনে প্রয়োজন মত নির্দেশও দেন সরকারি আধিকারীকদের
ভোজের হাট, নলমুড়ি, পৈখান, চারিশ্বর ইত্যাদি জায়গায় আজ পৌঁছে গিয়েছিলেন মিমি। তবে কোভিড বিধি মেনেই তাঁর মুখে রইল মাস্ক
এই প্রথম নয়, প্রাকৃতিক দুর্যোগে একাধিকবার সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তারকা সাংসদকে।
বৃষ্টি ও জমা জলের কারণে খালি পায়েই এলাকা পরিদর্শন করেন মিমি। ধরা পড়ল সেই ছবিও।
শিশুদের সঙ্গেও অনায়াসেই মিশে যান তিনি। তারকা ইমেজ ভেঙে একেবারে মাটির কাছাকাছি কাজ করতে দেখা গেল তারকা সাংসদকে।
ফের একবার মিমি প্রমাণ করলেন, তিনি কেবল জনপ্রতিনিধি নন, একজন জনপ্রতিনিধিও