মিমির বন্ধু

স্কুলের প্রিয় বন্ধুর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় লম্বা বার্তা লিখলেন মিমি চক্রবর্তী

ছোটবেলার ছবি

আজ সোশ্যাল মিডিয়ায় বন্ধুর সঙ্গে কাটানো সময়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন মিমি

একসঙ্গে বেড়ে ওঠা

তাঁদের বেড়ে ওঠা একসঙ্গে। ছোটবেলায় স্কুল থেকে শুরু করে এখনও পর্যন্ত ভালো খারাপ সবসময় মিমির পাশে থেকেছেন অঙ্কিতা।

'পোশাক থেকে পেনসিল'

মিমি লিখছেন, 'স্কুল, কলেজ, হোস্টেলের ঘর, বাস থেকে শুরু করে পেনসিল, পোশাক, সবকিছু ভাগাভাগি করে নিয়েছি আমরা।'

বড় হয়ে ওঠা

মিমি আরও লিখছেন, 'আমার প্রথম একসঙ্গে শাড়ি পরেছি, প্রথমবার প্রেম ভেঙে যাওয়ার কষ্ট ভাগ করে নিয়েছি, একসঙ্গে।

খুনসুটি

সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর সঙ্গে মজার ছবি থেকে শুরু করে, একসঙ্গে সফর করার ছবি শেয়ার করলেন মিমি

সফরসঙ্গী

সদ্য ছুটি কাটাতে গিয়েছিলেন মিমি। সেখানেও তাঁর সঙ্গী ছিলেন অঙ্কিতা

'মিনি'-র শ্যুটিং

আপাতত মৈনাক ভৌমিকের নতুন ছবি 'মিনি'-র শ্যুটিং-এ ব্যস্ত নায়িকা মিমি।

শ্যুটিং ফ্লোরের মজা

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'মিনি' -র ফ্লোর থেকে সব ভিডিও ভাগ করে নেন মিমি।

বন্ধুত্ব

মিমির কথায়, তাঁর সমস্ত প্রয়োজন বোঝেন অঙ্কিতা। আর তাই, সেই মিমির প্রিয় বন্ধু।