Image Source: মিস ইন্ডিয়া-র অফিসিয়াল ইনস্টাগ্রাম

কে বলে 'মিস ইন্ডিয়া' প্রতিযোগিতা মানে শুধুই মডেলদের RAMPWALK?

Image Source: মিস ইন্ডিয়া-র অফিসিয়াল ইনস্টাগ্রাম

'ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২'-র গ্র্যান্ড ফিনালে উপলক্ষ্যে চোখধাঁধানো পারফরম্যান্স দিলেন কৃতী শ্যানন

'পরম সুন্দরী'-র নাচে ঝলমল করে উঠল মঞ্চ।

কৃতীকে ধন্যবাদ জানিয়ে কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন মিস ইন্ডিয়া কর্তৃপক্ষ-ই।

Image Source: মিস ইন্ডিয়া-র অফিসিয়াল ইনস্টাগ্রাম

সম্মান জানানো হয় নেহা ধুপিয়াকেও।

এবার পুরস্কার ঘোষণার পালা। সেকেন্ড রানার আপের মুকুট উঠল শিনাতা চৌহানের মাথায়।

ফার্স্ট রানার আপ রুবল শেখাওয়াত।

একত্রে তিন শীর্ষ স্থানাধিকারিণী।

ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২ হলেন সিনি শেট্টি। আদতে কর্নাটকের বাসিন্দা সিনির-র মুম্বইয়েই জন্ম ও বেড়ে ওঠা।

Image Source: মিস ইন্ডিয়া-র অফিসিয়াল ইনস্টাগ্রাম

অ্যাকাউন্টিং ও ফিনান্সে স্নাতক ২১ বছরের সিনি সিএফএ নিয়ে লেখাপড়া করছেন। এবার পাখির চোখ কী?