সাবেকি থেকে আধুনিক, সব সাজেই সমান সাবলীল অভিনেত্রী মনামী ঘোষ। শুধু তাই নয়, মনামীর রীতিমতো ফ্যাশন স্টেটমেন্ট চোখ ধাঁধিয়ে দেয় অনেকেরই। সাদা প্যান্ট ও স্লিভলেস জ্যাকেটে ভারি লাল সুতোর কাজের সঙ্গে সাদা ক্রপটপ পরেছেন মনামী। তাঁর চুল ব্যাকব্রাশ করে বিনুনি করা। হালকা সবুজ রঙের শর্ট লেয়ার্ড ফ্রকের সঙ্গে পনিটেল করেছেন মনামী, কানে লম্বা দুল কিন্তু পায়ে কোনও জুতো পরেননি মনামী। ফুল হাতা ব্যাকলেস ক্রপটপের সঙ্গে শর্টস্কার্ট পরেছেন মনামী। ঝলমলে পোশাকের সঙ্গে মুখে হালকা মেকআপ করেছিলেন মনামী। ফ্লোরাল স্কার্টের সঙ্গে সিলভার ব্যাকলেস টপ পরেছিলেন মনামী। ব্যাকব্রাশ করেছেন চুলে। তাঁর ওড়না নেওয়ার ধরনে বিশেষত্ব রয়েছে। রাজস্থানী থিমে সেজেছেন মনামী। রাজস্থানী টিকলি ও চুড়ায় সেজেছেন মনামী। তাঁর পোশাকে প্রচুর রঙ রয়েছে। সবুজ সালোয়ার কামিজে ঝলমলে মনামী, তাঁর ওড়নায় গ্লিটারের কাজ রয়েছে, খোলা চুলে তাঁর সাজ সম্পূর্ণ। অফ হোয়াইট গাউনের সঙ্গে মুক্তোর কাজ। খোলা চুলে মনামী এই পোশাকের সঙ্গে কোনও গয়না পরেননি। টপ নট খোঁপার সঙ্গে লঙ ড্রেস পরেছেন মনামী। লম্বা দুল ছাড়া আর কোনও গয়না পরেননি মনামী। মনামীর এই পোশাকটি সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়েছিল। চটের শাড়ির পরেছিলেন তিনি, সঙ্গে অক্সিডাইস গয়না।