সাবেকি পোশাক, কোলে ছোট্ট জিয়ানা, সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন রাজীব-চারু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজীব ও চারু জানিয়েছেন, এখনই বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন না তাঁরা। ছোট্ট জিয়ানার ভালো বাবা-মা হয়ে উঠতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাঁরা। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিল, বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন সুস্মিতা সেনের ভাই ও তাঁর স্ত্রী। বকলমে সেই কথা স্বীকারও করে নিয়েছিলেন তাঁরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে চারু জানান, সম্পর্ক তলানিতে ঠেকে যাওয়ার জন্যই বিয়ে ভাঙার কথা ভেবেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় রাজীব চারুর হাসিমুখের ছবি দেখে স্বস্তি অনুরাগীদের, মনে হচ্ছে, ফের একসঙ্গে ভালো আছেন তাঁরা। রাজীব, চারু আর জিয়ানার এই মিষ্টি ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। দীর্ঘদিন আলাদা থাকার পরে ফের একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা।