২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলন পন্থ



সেই সিরিজে পন্থের নেতৃত্বে দুইটি ম্যাচ জিতেছিল ভারত



সাম্প্রতিক সময়ে নিয়মিতভাবে টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক



হার্দিকের নেতৃত্বে এখনও পর্যন্ত ভারতীয় দল আটটি ম্যাচ জিতেছে



বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল আইসিসি ট্রফি জিততে পারেনি বটে



তবে তাঁর নেতৃত্বে ৫০টি বিশ ওভারের ম্যাচে জাতীয় দল ৩০টি ম্যাচ জিতেছে



সফলতম আইপিএল অধিনায়ক (যুগ্মভাবে) রোহিত শর্মা



রোহিতের অধীনে ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯টিতে জয় পেয়েছে ভারত



ভারতকে সর্বাধিক ৭২টি বিশ ওভারের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি



ধোনির নেতৃত্বাধীন ভারত ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে