তালিকায় এক নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি ধোনি ৩২টি সাফল্য পেয়েছেন উইকেটের পিছনে ধোনির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের কামরান আকমল তিনি ৩০টি সাফল্য পেয়েছেন তিনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কিপার দীনেশ রামদিন ২৭ সাফল্য রয়েছে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকার দখলে কিংবদন্তি শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারাও এই তালিকায় উপস্থিত তিনি উইকেটের পিছনে ২৬টি সাফল্য পেয়েছেন সদ্যই অবসর নিলেও দীর্ঘদিন বাংলাদেশি কিপারের দায়িত্ব পালন করেছেন মুশফিকুর ১৯ সাফল্য পেয়ে তিনি তালিকায় পঞ্চম স্খানে বিরাজমান।