৫৪ বলে ভারতের তখন প্রয়োজন ১০৬ রান। মহম্মদ নওয়াজের বলে বিরাট ছক্কা হাঁকালেন হার্দিক পাণ্ড্য

নওয়াজের ওই ওভারের চতুর্থ বল। ৫১ বলে তখন ম্যাচ জিততে ভারতের চাই ৯৯ রান। এবার ছক্কা মারলেন বিরাট কোহলি

ওই ওভারেরই শেষ বল। ৪৯ বলে তখন ৯২ রান চাই ভারতের। এবার নওয়াজের বলে ফের ছক্কা মারলেন হার্দিক, পাল্টা চাপে পাকিস্তান

১৮ বলে তখন ম্যাচ জিততে চাই ৪৮ রান। শাহিন শাহ আফ্রিদিকে বাউন্ডারি মারলেন কোহলি

১৬ বলে ভারতের চাই ৪১ রান। আফ্রিদির বল এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারিতে পাঠালেন কিংগ কোহলি

ওই ওভারেরই শেষ বল। ১৩ বলে ৩৫ রান চাই ভারতের। ফের আফ্রিদিকে বাউন্ডারি কোহলির। লক্ষ্যমাত্রা কমে দাঁড়াল ১২ বলে ৩১ রান

৮ বলে তখন দরকার ২৮ রান। হ্যারিস রউফের বল সাইটস্ক্রিনের ওপর ফেলে দিলেন কোহলি। ছক্কায় ঘুরতে শুরু করল ম্যাচের ভাগ্য

ওই ওভারেরই শেষ বল। ফের রউফকে ছক্কা কোহলির। ৬ বলে লক্ষ্য দাঁড়াল ১৬। ভারতীয় শিবির তখন বিশ্বাস করতে শুরু করেছিল যে, জেতা সম্ভব। - বিসিসিআই