Image Source: Pexels, Pixabay, PTI

যাঁর স্নেহচ্ছায়ায় ছোট থেকে বড় হয়ে ওঠা আজ তাঁরই দিন। আজ মাতৃদিবস।

Image Source: Pexels, Pixabay, PTI

সন্তানের বেড়ে ওঠায়, সমাজ তৈরিতে মায়েদের অবদানকে স্মরণ করার জন্য়ই পালিত মাতৃ দিবস। এই বছর ১৪ মে, পালিত হচ্ছে দিনটি।

Image Source: Pexels, Pixabay, PTI

বিশ্বে ৫০টিরও বেশি দেশে মাতৃদিবস পালন করা হয়ে থাকে। সব দেশে কিন্তু একই দিনে মাতৃদিবস পালন করা হয় না।

Image Source: Pexels, Pixabay, PTI

ভারত ও আমেরিকায় প্রতি বছর মে মাসের দ্বিতীয় দিনে পালিত হয় মাতৃদিবস। ইংলন্ডে মার্চ মাসের একটি দিন পালিত হয় মাতৃদিবস হিসেবে।

Image Source: Pexels, Pixabay, PTI

মাতৃদিবসের সূচনা কিন্তু খুব বেশিদিনের পুরনো নয়। ১৯০০ শতকের একেবারে প্রথম দিকে এই দিনটি পালনের খোঁজ পাওয়া যায়।

Image Source: Pexels, Pixabay, PTI

আনা জারভিস নামে এক মার্কিন মহিলা তাঁর প্রয়াত মাকে শ্রদ্ধা জানাতে এমন একটি দিনের কথা ভাবেন

Image Source: Pexels, Pixabay, PTI

১৯০৮ সালে মে মাসের এই দিনটিতে মাদার্স ডে হিসেবে পালন করা হয় ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটনে। সেটাও প্রথম।

Image Source: Pexels, Pixabay, PTI

১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে হিসেবে পালন করার কথা ঘোষণা করেন।

Image Source: Pexels, Pixabay, PTI

সারাজীবন নিরাপত্তা আর স্নেহের চাদরে যিনি মুড়ে রাখেন। তাঁর জন্য এই একটি দিনও হয়তো কম।

Image Source: Pexels, Pixabay, PTI

মাতৃদিবস উদযাপন পুরীর সমুদ্রসৈকতে। স্যান্ড আর্টিস্ট মানস সাহু পুরীর সমুদ্রসৈকতে তৈরি করেছেন এমনই একটি শিল্পকর্ম।