Image Source: PIXABAY

বই থেকে হস্তশিল্প, উৎসবের উপলক্ষ্য কিছু কম নেই। কিন্তু ফুলের উৎসব? হ্যাঁ, তাও রয়েছে।

শ্রীনগর থেকে মাইসুরু, দেশের নানা প্রান্তে নানা সময়ে একাধিক জনপ্রিয় ফুলের উৎসব হয়ে থাকে।

যেমন ধরুন, প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে চণ্ডীগড়ের জাকির হুসেন রোজ গার্ডেনে তিন দিন ধরে চলে 'রোজ ফেস্টিভ্যাল'।

মার্চে রয়েছে টিউলিপ ফেস্টিভ্যাল। ইন্দিরা গাঁধী টিউলিপ গার্ডেনে ফুলের এই উৎসব আয়োজন করা হয়।

বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি দিয়ে ফুটে থাকা টিউলিপের সারি অল্প কথায় অত্যন্ত নয়নাভিরাম।

দুরন্ত সুন্দর ফুলের উৎসব চলে 'উটি'-র সরকারি বাগানেও। তবে সময়টা ২০ মে থেকে ২৫ মে।

বেঙ্গালুরুর লালবাগ বট্যানিকাল গার্ডেনেও চোখজুড়ানো ফুলের উৎসব চলে আগস্ট মাসে।

এছাড়া আরও একাধিক ফুলের প্রদর্শনী বা উৎসবের কথা জানা যায়।

যেমন তামিলনাড়ুর কোদাইকানালে 'কুরিঞ্জি ফেস্টিভ্যাল'।

মহারাষ্ট্রের 'কাস মালভূমি ফুল প্রদর্শনী'-ও দেখার মতো।