পেট্রল-ডিজেলের দাম সামান্য কম হলেও আরও বাড়তে চলেছে গাড়ির খরচ। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের জন্যই চোকাতে হবে এই বাড়তি মূল্য।
আগামী ১ জুন থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে দেশে।
গাড়ি থাকলে আপনাকেও বইতে হবে এই বাড়তি বিমার বোঝা। ১ জুন থেকে থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়তে চলেছে৷
বিজ্ঞপ্তি বলছে, 1000 সিসি ইঞ্জিন ক্ষমতা সহ প্রাইভেট গাড়ির জন্য এখন 2072 টাকার পরিবর্তে 2094 টাকা প্রিমিয়াম দিতে হবে।
1000 থেকে 1500 সিসি ইঞ্জিন-সহ প্রাইভেট গাড়ির প্রিমিয়াম পড়বে 3221 টাকার পরিবর্তে 3416 টাকা
যেখানে 350 cc-এর বেশি দুই চাকার জন্য এই রেট হবে 2804 টাকা।