বিয়ের পিঁড়িতে মৌনী জল্পনার অবসান ঘটয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মৌনী রায় গোয়ায় বিয়ের আসর গোয়ার সমুদ্রতীরে বিয়ের আসর বসেছে অভিনেত্রীর সূর্য নাম্বিয়ারের সঙ্গে সাতপাক দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন মৌনী রায় গায়ে-হলুদ-মেহেন্দি আজ ছিল অভিনেত্রীর গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান হাজির বন্ধুরা গোয়ায় মৌনীর বিয়েতে হাজির মন্দিরা বেদী, অর্জুন বিজলানিরা। হলুদ সাজ গায়ে হলুদে হলুদ লেহঙ্গায় সেজেছিলেন মৌনী সোশ্যাল মিডিয়া থেকে দূরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের কোনও ছবি ভাগ করে নেননি মৌনী খোলা চুলে মোহময়ী খোলা চুল আর হালকা গয়নায় মোহময়ী দেখাচ্ছিল মৌনীকে ‘ব্রহ্মাস্ত্র’-তে মৌনী রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন অভিনীত আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’-তেও দেখা যাবে মৌনীকে