বিয়ে ফুরোলেও যেন কাটেনি রেশ, মৌনী রায়ের সোশ্যাল মিডিয়া ভরে রয়েছে বিয়ের ছবিতে আজ সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদে বন্ধুদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন মৌনী। মৌনীর বিয়েতে তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন মন্দিরা বেদী মৌনী-সূর্যর ছবি মনে করাল ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফের গায়ে হলুদের ছবির কথা গায়ে হলুদে সাদা পোশাকে সেজেছিলেন সূর্য আর মৌনী। হলুদ আর ফুলে মাখামাখি মৌনীর ছবি দেখে মুগ্ধ অনুরাগীরাও। কাঁধ খোলা পোশাক আর ফুলের সাজে আকর্ষণীয় মৌনী গোয়ায় বিয়ের আসর বসেছিল মৌনী আর সূর্যর। সোশ্যাল মিডিয়ায় মৌনীর ছবি দেখে উচ্ছসিত অনুরাগীরাও।