এভারেস্টে প্রতিবছর আসে হাজার হাজার মানুষ কেউ সফল হন, কেউ হন না

পর্বতারোহীদের হাঁচি, কাশি থেকেও নির্গত জীবাণু

বছরের পর বছর ধরে এখানে জমে রয়েছে

বেশ কিছু ভাইরাস রয়েছে যা হিমাঙ্কের নীচেও

নিজেদেরকে সুপ্ত অবস্থায় রেখে দিতে পারে

বেস ক্যাম্প এবং অন্যান্যা ক্যাম্পগুলির আশেপাশে এই মাইক্রোঅর্গানিসমগুলিকে বেশি দেখতে পাওয়া গিয়েছে

জীবাণুর মধ্যেই দেখতে পাওয়া গিয়েছে স্ট্যাফাইলোকক্কাস

এছাড়াও স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়াও পাওয়া গেছে

এভারেস্টের আবহাওয়াতেও সেগুলি বেঁচে থাকতে পারে শতাব্দীর পর শতাব্দী ধরে

বরফ এবং মাটি খুঁড়ে তা ল্যাবে পরীক্ষা করে

জীবাণুগুলির উপস্থিতি সম্পর্কে জানা গিয়েছে