শাহজাহানের দ্বিতীয় কন্যা, রোশনারা বেগম ছিলেন স্বাধীনচেতা দিল্লি এলে খুন হতে পারেন, সতর্ক করেছিলেন ঔরঙ্গজেবকে রোশনারা দিল্লির বুকে তৈরি করেন রোশনারা বাগ তার মাঝে ছিল রোশনারা ঝিল, কিন্তু শুকিয়ে মুছে যেতে বসে এ বার ঝিলটিকে বাঁচিয়ে তোলার কাজ শুরু দিল্লি সরকারের ৩.৬ একর বিস্তৃত রোশনারা ঝিল, ফের খুঁড়ে জল ভরার পরিকল্পনা দিল্লির জল বোর্ড গোটা বিষয়টির দায়িত্বে রয়েছে দিনে ২২ লক্ষ ৫০ হাজার লিটার জল ব্যবহার করা হবে ৪ মিটার গভীর করা হবে ঝিল, বিশ্বমানের নার্সারি গড়ে উঠবে এই রোশনারা বাগেই রয়েছে শাহজাহান-কন্যার সমাধি