এই স্টকের সাম্প্রতিক দরবৃদ্ধির কারণ, গুজরাত থেকে কোম্পানির প্রাপ্ত একটি বড় অর্ডার।
এক বছরে ৩৪৫ শতাংশের বৃদ্ধি,তৈরি করছে মেট্রো রেলের বগি
টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের শেয়ার এই বছরের শুরু থেকে 232 শতাংশের বেশি বেড়েছে
যেখানে গত এক বছরে এই শেয়ারটি প্রায় 350 শতাংশ বেড়েছে।
যে বিনিয়োগকারীরা এক বছর আগে এই শেয়ারে 20-22 হাজার টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁরা এখন 1 লক্ষ টাকা পাচ্ছেন।