জিন্স-টপে বিরাট ঘরণির ক্য়াজুয়াল লুক ইতিমধ্য়েই পছন্দ করেছেন নেটিজেনরা এদিন ক্য়াজুয়াল জামাকাপড়ের সঙ্গে মাননসই জুতোও পরেছিলেন 'জব হ্য়ারি মেট সেজল' তারকা পাশাপাশি ক্য়ামেরায় ধরা পড়ল নায়িকার গোলাপি শেডের লিপস্টিকও নিজের ফ্য়াশান স্টেটমেন্টের দ্বারাও খবরে থাকেন এই বিটাউন অভিনেত্রী প্রসঙ্গত, সন্তান জন্মের পর এখনও শ্য়ুটিং-এর কাজে ফেরেন নি অনুষ্কা তবে ইংল্য়ান্ডে টেস্ট চলাকালীন বিরাটের সঙ্গে ইংল্য়ান্ডে ছিলেন অভিনেত্রী সেইসময় তাদের তোলা বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় ছবিতে করোনাবিধিও মানতে দেখা গেল অনুষ্কাকে। করোনাবিধিও মেনে তাঁর মুখে মাস্কও দেখা গেল। আপাতত অনুষ্কার নতুন ছবির অপেক্ষার তাঁর ভক্তরা।