আজ মহালয়া

বিভিন্ন মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রস্তুতি তুঙ্গে

খিদিরপুর ২৫ পল্লির পুজো মণ্ডপেও জোর প্রস্তুতি

'কলকাতার বন্দর'

খিদিরপুর এলাকা কলকাতার বন্দর এলাকা বলেই পরিচিত

দিনভর চলে বহন

বন্দরে চলতে থাকে জিনিসপত্রের ওঠানামা

'বহন'

এবারে 'বহন'-ই তাদের এবারের মণ্ডপ ভাবনা

'বহন'

মণ্ডপের পরতে পরতে ধরা পড়েছে সেই ছবিই

শিল্পীর মতে

মানুষের জীবনেও তো সেই বহনেরই উপাখ্যান

'বহন'

মানুষও নিজের স্মৃতি, ইতিহাস, ক্লান্তি, উৎসব বহন করে চলে

'বহন'

এমনকী মা দুর্গাও প্রতিনিয়ত দুর্গতি নাশের দায়িত্ব বহন করেন

মণ্ডপে বহমানতার ছবি

ছবি ও তথ্য: অরিত্রিক ভট্টাচার্য