এস এস রাজামৌলি পরিচালিত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' পেল 'সেরা মৌলিক গান' বিভাগে অস্কার। ৮০তম গোল্ডেন গ্লোবের পর দেশে অস্কার নিয়ে এল এই গান। রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত এই ছবির গড়ল ইতিহাস। সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী যখন মঞ্চে ওঠেন পুরস্কার গ্রহণ করতে, দর্শক ফেটে পড়ে হাততালি। সঙ্গীত পরিচালকের কথায় এই গান বিশ্বের দরবারে গুঞ্জন সৃষ্টি করেছে কারণ, 'এটি মৌলিক ও টাটকা, যা প্রথম মানুষকে আকর্ষণ করেছে।' তেলুগু এই গানের তালে পা মিলিয়েছেন দেশবাসী ও বিশ্ববাসী। 'নাটু নাটু' গানটি শ্যুট করা হয় ইউক্রেনের দুর্ধর্ষ লোকেশনে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাসভবনের সামনে শ্যুট করা হয়। প্রাক্তন টেলিভিশন তারকা, জেলেনস্কি, রাজামৌলি ও তাঁর টিমকে এই শ্যুটিং করার অনুমতি দেন। এম এম কীরাবাণী জানান এই গানে বিট ৬/৮, যা ভারতে প্রচলিত এমনকী আফ্রিকাতেও কখনও কখনও শোনা যায়। কিন্তু পাশ্চাত্যে এর চল খুব একটা নেই। জানা গেছে, জনপ্রিয় এই হুকস্টেপের প্রায় ৮০টি সংস্করণ ছিল। এই গানের জন্য অভিনেতারা ১৮টি টেক নেন। নিজের ৩৩ বছর ব্যাপী কর্মজীবনে 'নাটু নাটু'র সঙ্গীত পরিচালক কীরাবাণী প্রায় ৪২০টি ছবিতে কাজ করেছেন। কিন্তু এই একটি দৃশ্যের জন্য তিনি ২০টি ভিন্ন সুর তৈরি করেছিলেন যার মধ্যে থেকে রাজামৌলি বেছে নিতে পারেন।