দক্ষিণী ছবি জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা এখন সমানতালে বলিউডেও জনপ্রিয়।

বলিউডের হিন্দি ছবিতে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি।

সম্প্রতি এয়ারপোর্টে দেখা গিয়েছে একদম অন্যরকমের লুকে।

কালো রঙে ওয়েস্টার্ন আউটফিটে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে।

কালো রঙের পোশাকের উপরে রয়েছে একই রঙের স্ট্র্যাপ।

চোখে কালো সানগ্লাস, পায়ে সাধারণ ফ্ল্যাট চটি, সঙ্গে সাদা রঙের ব্যাগ।

স্লিং ব্যাগের মতো একটি ব্যাগ নিয়েছেন রশ্মিকা। পোশাকের সঙ্গে দারুণ মানিয়েছে।

অভিনেত্রী অবশ্য নিজের গন্তব্য প্রসঙ্গে কিছু প্রকাশ করেননি।

পাপারাৎজি এবং ফ্যানদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন রশ্মিকা।

আর প্রতিবারের মতোই রশ্মিকার সাজের মূল আকর্ষণ ছিল তাঁর চওড়া হাসি।