Image Source: pixabay.com

বর্ষাকালে নানাবিধ অসুখের সঙ্গে চিন্তা বাড়ায় ইনফেকশনের সমস্যাও, হাতে, পায়ে নানা ইনফেকশন দেখা দিতে পারে

Image Source: pixabay.com

আঙুলের মাঝে জল জমে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন, এই সময়ে চিন্তা বাড়ায় নখকুনির সমস্যা

Image Source: pixabay.com

নখে ব্যাকটেরিয়ার আক্রমণে হতে পারে সংক্রমণ, কীভাবে এই সমস্যা প্রতিরোধ করবেন?

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখকুনি খুবই যন্ত্রণাদায়ক সমস্যা, বর্ষার সময়ে এই রোগ বেশি হয়ে থাকে

Image Source: pixabay.com

নখের পাশের ত্বকে সৃষ্টি হওয়া ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে

Image Source: pixabay.com

ফলে নখে জল জমে, ব্যথা হয় ও ফুলে যায়, অনেক সময় নখ ছোট করে কাটতে গিয়ে ত্বকের মধ্যে ক্ষত সৃষ্টি হয়

Image Source: pixabay.com

আবার খোঁচা লেগেও নখের কোণে ক্ষত সৃষ্টি হতে পারে, ক্ষত স্থানে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে নখকুনির সমস্যা হয়ে থাকে

Image Source: pixabay.com

হাতে বা পায়ে এই সমস্যা হলে সেই স্থানে জল লাগতে দেবেন না, ক্ষত স্থান শুকনো রাখতে হবে

Image Source: pixabay.com

অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, গৃহবধূদের এই সমস্যা বেশি হয়, তবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে

Image Source: pixabay.com

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ, প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন