বিরাট, প্রথম ৫-এ নেই, বাবরও নন, তাহলে ২০২২ সালে সবচেয়ে বেশি রান করেছেন কে?

উত্তরটা বাংলাদেশের লিটন দাস, তার সংগ্রহ মোট ১২১৪ রান

তালিকায় আপাতত দুইয়ে রয়েছেন জনি বেয়ারস্টো

ইংল্যান্ড তারকা মোট ১১৩০ রান করেছেন

১০৮৭ রান করে তিনে রয়েছেন বাবর আজম

পাকিস্তান অধিনায়ক এ বছর ৫টি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন

চার নম্বরে রয়েছেন আইসিসির বিচারে বর্তমানের এক নম্বর টেস্ট ব্যাটার জো রুট

ইংল্যান্ড তারকার ২০২২ সালে মোট সংগ্রহ ১০২৫ রান

এই তালিকার প্রথম ৫-এ একমাত্র ভারতীয় হলেন ঋষভ পন্থ

ভারতীয় তারকা এ বছরে এখনও মোট ৯৮৮ রান করেছেন