দক্ষিণ ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কর্নাটক থেকে তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশে মোদি। এদিন বেঙ্গালুরু থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ভারতে এই প্রথম চালু হল বন্দে ভারত এক্সপ্রেস। মোদিকে দেখতে ভিড় অনুরাগীদের। বেঙ্গালুরুতে কেম্পেগৌড়া বিমানবন্দরে নন্দাপ্রভু কেম্পেগৌড়ার মূর্তির উন্মোচন। ভারত গৌরব কাশী দর্শন ট্রেনটিও চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকই প্রথম রাজ্য যেটি ভারত গৌরব প্রকল্পের ট্রেন চালু করতে রেল মন্ত্রকের সঙ্গে কাজ করেছে। এদিনই তামিলনাড়ুতেও গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে রাতেই বিশাখাপত্তনম পৌঁছন তিনি। সেখানেও মোদিকে দেখার জন্য় ভিড় করেছিল জনতা।