রহস্যের উন্মোচন হয়নি পুরোপুরি বরং পরতে পরতে উত্তেজনা, উৎকণ্ঠা মহাশূন্যে এ বার নয়া আবিষ্কার সন্ধান মিলল বামনাকৃতি নক্ষত্রের নিস্তেজ হয়ে আয়ু শেষ হয়ে এসেছে আবার প্রাচীনতম সৌরজগতও এল নজরে ইউরোপিয়ান স্পেস এজেন্সির নজরদারিতে এসেছে বিজ্ঞান পত্রিকায় বেরিয়েছে রিপোর্ট দুই নক্ষত্র মিলেছে, একটি নীল, অন্যটি লাল মহাজাগতিক ধ্বংসাবশেষ জড়িয়ে তাদের