লালগ্রহের মাটিতে দীর্ঘদিন ধরেই অভিযান চলছে NASA Curiosity Mars Rover পাথরের গায়ে ছোট ছোট ঢেউ খেলানো দাগ। যেন জলের উপর ঢেউ খেলে গিয়েছে। এই ঢেউ খেলানো দাগ আসলে বহুযুগ আগে মঙ্গলের মাটিতে জল থাকার বড়সড় প্রমাণ, বলছেন বিজ্ঞানীরা NASA সূত্রে খবর, এই ঢেউ খেলানো দাগ মঙ্গল গ্রহে Mount Sharp-এর পাথুরে মাটিতে পাওয়া গিয়েছে। Curiosity বহু পরীক্ষা করেছে, ছবি তুলেছে। আগে এত স্পষ্ট দাগ দেখা যায়নি বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা মনে করছেন কোনও অগভীর হ্রদ ছিল। হ্রদের নীচে পলিস্তরে ভাঁজ তৈরি হয়েছে বিভিন্ন সময়ের পাথরের স্তরে গঠিত এই Mount Sharp- মঙ্গলগ্রহের ইতিহাসের খনি বলে মনে করেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে প্রাণ ছিল না তা জানতে এই এলাকায় অভিযান, জানিয়েছে NASA পাথুরে এলাকা থেকে নমুনা সংগ্রহ করার জন্য চেষ্টা চলছে। এবার আরও কিছু খোঁজের- জন্য এগোচ্ছে Curiosity