Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

লালগ্রহের মাটিতে দীর্ঘদিন ধরেই অভিযান চলছে NASA Curiosity Mars Rover

Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

পাথরের গায়ে ছোট ছোট ঢেউ খেলানো দাগ। যেন জলের উপর ঢেউ খেলে গিয়েছে।

Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

এই ঢেউ খেলানো দাগ আসলে বহুযুগ আগে মঙ্গলের মাটিতে জল থাকার বড়সড় প্রমাণ, বলছেন বিজ্ঞানীরা

Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

NASA সূত্রে খবর, এই ঢেউ খেলানো দাগ মঙ্গল গ্রহে Mount Sharp-এর পাথুরে মাটিতে পাওয়া গিয়েছে।

Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

Curiosity বহু পরীক্ষা করেছে, ছবি তুলেছে। আগে এত স্পষ্ট দাগ দেখা যায়নি বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

বিজ্ঞানীরা মনে করছেন কোনও অগভীর হ্রদ ছিল। হ্রদের নীচে পলিস্তরে ভাঁজ তৈরি হয়েছে

Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

বিভিন্ন সময়ের পাথরের স্তরে গঠিত এই Mount Sharp- মঙ্গলগ্রহের ইতিহাসের খনি বলে মনে করেন বিজ্ঞানীরা।

Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

মঙ্গলগ্রহে প্রাণ ছিল না তা জানতে এই এলাকায় অভিযান, জানিয়েছে NASA

Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

পাথুরে এলাকা থেকে নমুনা সংগ্রহ করার জন্য চেষ্টা চলছে।

Image Source: www.nasa.gov-এর থেকে প্রাপ্ত

এবার আরও কিছু খোঁজের- জন্য এগোচ্ছে Curiosity