ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৫৫ ফোন। শোনা যাচ্ছে, পোকো সি৫৫ ফোন রেডমি সি১২ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে পারে। জানা গিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি পোকো সি৫৫ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। লঞ্চের পর এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো - এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি ভিভো ভি২৭ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। শোনা গিয়েছে, ভিভো ভি২৭ প্রো ফোনের দাম হতে পারে ৪১,৯৯৯ টাকা। তবে এর থেকে কিছুটা কমেই হয়তো ৪০ হাজার টাকার আশপাশে বিক্রি হবে এই ফোন। অন্যদিকে সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫৬ ৫জি ফোন।