হকি কিংবদন্তি ধ্যান চাঁদের জন্মদিনকে স্মরণ করতে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস।

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অন্যতম নক্ষত্র কিংবদন্তি ধ্যান চাঁদকে হকির জাদুকর হিসেবেও পরিচিত।

১৯০৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্ম নিয়েছিলেন ধ্যান চাঁদ।

১৯২৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত হকির বিশ্ব পেয়েছিল তাঁকে।

১৮৫ ম্যাচে ৪০০-র বেশি গোল করেছেন ধ্যান চাঁদ।

১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ পরপর তিনটি অলিম্পিক্সে ভারতকে এনে দিয়েছিলেন সোনা।

অলিম্পিক্সের মঞ্চে ভারতের সোনাজয়ের হ্যাটট্রিকের পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল তাঁর।

২০১২ সাল থেকে তাই ধ্যান চাঁদের জন্মদিনে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস।

সবুজ ঘাসে তাঁর হকি স্টিকের কাজ মোহিত করেছিল দেশবাসীকে। এনে দিয়েছিল একাধিক খ্যাতি,সম্মান।

চলতি বছরের ক্রীড়া দিবসের থিম সমাজকে সুস্থ-সবল করে তুলতে অপরিহার্য খেলাধুলো।