শিশির কুমার ভাদুড়ির বায়োপিক এবার বড়পর্দায়। ছবির নাম বড়বাবু। রেশমি মিত্রের পরিচালনায় শুরু হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। মুখ্যভূমিকায় অভিনয় করছেন নীল সুজন মুখোপাধ্যায় শিল্পী প্রভাদেবীর চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে কঙ্কাবতীর চরিত্রে থাকছেন পায়েল সরকার, তিনিও অভিনয় করতেন শিশির কুমার ভাদুড়ির সঙ্গে কেবলমাত্র শিশির কুমার ভাদুড়ির জীবনকেই তুলে ধরা নয়, এই ছবিতে রয়েছে সম্পর্কের সমীকরণও নীল ছাড়াও এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, সুপ্রতীম রায়, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু ও অনন্যারা শিশির কুমার ভাদুড়িকে সম্মান দেওয়ার জন্য বাকিরা তাঁকে বড়বাবু বলে সম্বোধন করতেন। Danaos Production -এর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।